গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম বলেন, গত ১২ নভেম্বর গুলশান থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-১০।
এদিকে রিংকুর গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর থেকেই শোবিজে তার সহকর্মী ও শিল্পীরা প্রতিবাদ জানিয়েছেন। ছোট পর্দার এ সময়ের ব্যস্ত অভিনেতা আরশ খান ফেসবুকে লিখেছেন, একজন পরিচালক গ্রেপ্তার হবে, কোনো কারণ জানানো হবে না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকিরা ঘরে বসে স্ট্যাটাস দিব। এটা কী আদৌ ঠিক! কাল তো তাহলে আপনার জানাজায় লোক খুঁজে পাবেন না। ইউনিটির অবস্থা এমন কেনো? রিফর্মেশন এবং সংগঠনে কী লাভ তাহলে?
এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেন, রিংকু কোনো এক সময় একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে পুরোনো ফাইল বের করে সন্দেহভাজন হিসেবে তাকে দেখানো হচ্ছে। এসব মূলত হিংসা থেকেই করা হচ্ছে। কারণ তিনি বর্তমানে ভালো কাজ করছেন। যদি এসবই হওয়ার ছিল, তাহলে আন্দোলনে থেকে লাভ কী হলো? প্রশাসন তো চেঞ্জ হলো না।
উল্লেখ্য, রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে : বোধ, রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্লসহ অসংখ্য। নাটক নির্মাণ করে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। এর মধ্যে রয়েছে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড ও মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড।