1. admin@channelmuskan.tv : channel muskan : channel muskan
ফাইনালে হার মেনে নিতে কষ্ট, আক্ষেপে ভুগছেন রাফিনিয়া
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

ফাইনালে হার মেনে নিতে কষ্ট, আক্ষেপে ভুগছেন রাফিনিয়া

  • প্রকাশ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬ জন দেখেছে
ফাইনালে হার মেনে নিতে কষ্ট, আক্ষেপে ভুগছেন রাফিনিয়া
খবরটি শেয়ার করুন

প্রথমার্ধে রাফিনিয়ার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলে করে সমতায় ফেরে ভেনেজুয়েলা। এরপর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয় ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা। জয়ের আশা জাগিয়েও তাই পয়েন্ট খুইয়ে হতাশ রাফিনিয়া।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে ব্রাজিল। ম্যাচ শেষে গণমাধ্যমকে রাফিনিয়া বলেন, ‘এটা বেদনাদায়ক। কারণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় এবং আমি মনে করি, আমরা ম্যাচটা জিততে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম যে ম্যাচটা কঠিন হবে, তাদের দলটাও মানসম্পন্ন। কিন্তু মাঝে মাঝে ম্যাচের ভেতরের ঘটনার জন্য বিষয়টা কঠিন হয়ে পড়ে, যদি আপনি সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে ব্যর্থ হন। জয়ের পথে ফিরতে হলে আমাদের পরিশ্রম করে যেতে হবে।’

ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র আর চার হারে তাদের অর্জন ১৭ পয়েন্ট।

খবরটি শেয়ার করুন

এধরনের আরও খবর
© All rights reserved © 2024 channelmuskan.tv
Theme Customized By BreakingNews