দ্বিতীয় অধ্যায়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পথচলা খুব একটা সুখকর হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। কোচ এরিক টেন হাগের সঙ্গে সম্পর্ক ও মতবিরোধের জেরে ২০২২ সালের শেষদিকে ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন এই পর্তুগিজ তারকা। তবে ইউনাইটেড ছাড়লেও ক্লাবটিকে নিয়ে এখনো ভাবেন রোনালদো।
সম্প্রতি ইউনাইটেডের আরেক কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঞ্চালনায় একটি পডকাস্টে ইউনাইটেড নিয়ে নিজের ভাবনা পরামর্শ এবং কোচ টেন হাগের সমালোচনা করেন রোনালদো। তবে সেসবকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না টেন হাগ।
টেন হাগ একবার বলেছিলেন, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো অবস্থায় নেই ম্যানচেস্টার ইউনাইটেড। সেই প্রসঙ্গ টেনে রোনালদো বলেছেন, একজন কোচ এটা ভেতরে ভেতরে অনুভব করলেও কখনও প্রকাশ্যে বলা উচিত নয়।
পরে রোনালদো প্রসঙ্গে টেন হাগ বলেন, ‘সে (ক্রিস্টিয়ানো রোনালদো) এখন অনেক দূরে, সৌদিতে আছে। ম্যানচেস্টার থেকে অনেক দূরে।…যে কেউ নিজের মতামত জানাতে পারে। সবারই সেই অধিকার আছে। সমস্যা নেই।’
শুধু রোনালদোই নয়, টেন হাগ সমালোচনা শুনছেন আরও অনেক জায়গা থেকেই। বিষয়টি নিয়ে টেন হাগ বলেন, ‘এসব (সমালোচনা) আমাকে প্রভাবিত করে না। প্রক্রিয়াটা আমি জানি যে, আমরা কোথায় আছি, কোন পথে এগোচ্ছি। এই পালাবদলের সময়টায় অনেক তরুণ ফুটবলারকে দলে সমন্বিত করতে হবে আমাদের। চোটাক্রান্ত ফুটবলারদের দলে ফেরাতে হবে আমাদের। অজুহাত নিয়ে কেউ ভাবার আগে আমাদের ম্যাচ জিততে হবে, সেটা জানি। দলও তা জানে। প্রতিটি ম্যাচেই আমরা তীক্ষ্ণ নজর রাখছি, জয়ের মানসিকতা আমাদের আছে।’