চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে লেবানন থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন ৫২ বাংলাদেশি। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি ৩১ অক্টোবর সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত থেকে রওয়ানা হয়ে রাত ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করবে।
এতে আরো বলা হয়েছে, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, ২১ অক্টোবর, প্রথম দলে ৫৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসেন। দ্বিতীয় দফায়, ২৩ অক্টোবর, দুই নবজাতকসহ মোট ৬৫ জন লেবানন প্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেদ্দা যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছান। তৃতীয় দফায় ৩১ বাংলাদেশি এবং চতুর্থ দফায় ৩০ লেবানন প্রবাসী দেশে ফিরেছেন।
আরও পড়ুন : কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ
পঞ্চম দফায়, ৩৬ বাংলাদেশি গত মঙ্গলবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই পাঁচ দফায় মোট ২১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজকের ৫২ জনসহ মোট সংখ্যা দাঁড়াবে ২৬৮ জনে।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দরে প্রত্যাবাসিত এসব নাগরিককে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রত্যেককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে পাঁচ হাজার টাকা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন, তবে এর মধ্যে প্রায় ১৮ শ’ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।