জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাহনাজ সুমি। ক্যারিয়ারে বয়স দীর্ঘ না হলেও সিনেমা এবং নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। নাটক টেলিফিল্ম ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের জন্যও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এবার এক নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ তুলেছেন সুমি নিজেই।
জানা যায়, এক নির্মাতা তার অফিসে নেশা জাতীয় চকলেট খাইয়ে হেনস্তার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রীকে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে দ্রুত ওই নির্মাতার অফিস ত্যাগ করেন এই মডেল অভিনেত্রী। তবে অভিযুক্ত সেই নির্মাতার নাম প্রকাশ করেননি সুমি।
সাক্ষাৎকারে সুমি বলেন, ‘তিন মাস আগে গুলশানের নিকেতনে এক পরিচালকের অফিসে গিয়েছিলাম। চকলেটের প্যাকেট ভেঙে আমাকে অর্ধেক খেতে দেন। খাওয়ার ৭-৮ মিনিট পরেই আমার মাথা ভার হতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে পড়ি। অফিস থেকে বের হওয়ার পরেও আমার পিছু নিয়েছিলেন সেই পরিচালক।’
তিনি আরও বলেন, ‘অফিস থেকে বের হয়ে লিফটের সামনে গিয়ে বুঝতে পারছিলাম না কোন বাটনে চাপ দিলে নিচে নামব। সে সময় পরিচালক আমার পেছনে এসে বলল, এখনো যাওনি? আস ভেতরে এসে বস। আমি বললাম, না আমাকে এখন যেতেই হবে। লিফটে না গিয়ে রেলিং ধরে ধরে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সেও আমার সঙ্গে সঙ্গে নামে। আমাকে বলে, তুমি কোথায় যাবে? আমি কোনো একটা ঠিকানা বলার পর সে বলল, আমিও যাব সেখানে। সে হয়তো আমার জ্ঞান হারানোর অপেক্ষা করছিল। মনে হলো, আমার পালানো উচিত। অন্য কোথাও যাব বলে সেখান থেকে দ্রুত হেঁটে বের হয়ে এলাম।’
এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে সুমি বলেন, ‘মিডিয়ার সবাই খারাপ না। খারাপ মানুষ সব জায়গায় আছে। মিডিয়ার ভেতরে যেমন আছে, বাইরেও আছে। চলার পথে গর্ত থাকতেই পারে। কেউ তাতে পড়ে যাবে কেউ আবার পাশ কেটে চলে যাবে।’
উল্লেখ্য, রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে শোবিজে নাম লেখান সুমি। একই সময়ে তিনি জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলুর নাটক ‘সোনার পাখি রুপার পাখি’ নাটকে অভিনয় করেন তিনি। এটি ছিল সুমি অভিনীত প্রথম নাটক। এরপর ‘পাপ পুণ্য’, ‘দামাল’সহ কয়েকটি সিনেমাতে অভিনয় করে আলোচিত হয়েছেন সুমি। সর্বশেষ ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে দেখা গেছে এই অভিনেত্রীকে। গত বছর ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল সিরিজটি।